লাইকি স্টার অপু ভাইকে নিয়ে কিছু কথা।
পছন্দ করিনা ওইটা আমার অধিকার কিন্তু ওকে নিয়ে সমালোচনা করার অধিকার আপনার আমার কারো নে ই 🤙🤙
😔😔ছেলেটার নাম অপু। বর্তমান সময়ে সব চাইতে সমালোচিত ছেলেটি। লাইকি ভিডিও করে বয়স ২০।ওর পরিবারে মা আর এক ছোট ভাই রয়েছে বাবা দ্বিতীয় বিয়ে করে চলে গেছে।সে নোয়াখালী থেকে ঢাকায় এসেছে।ওর পরিবারের দেখাশোনা নিজেই করে দুমুঠো ভাত মা ভাইয়ের মুখে তুলে দিচ্ছে ঢাকা শহরে দেখার মতো ওর কেউ নেই।জীবন সংগ্রামে সেও একজন যোদ্ধা। জীবিকা নির্বাহের জন্য সে যাই করোক চুরি ডাকাতিতো করছে না।আপনার ভালো না লাগলে ভিডিও দেখবেন না। একদিন নিজের পরিবার চালিয়ে দেখেছেন কেমন লাগে?
সমালোচনা সবাই করতে পারে একমুঠো ভাত কেউ দিবে না।😥😥😥
এখন কথা হচ্ছে -😐
কাউকে নিয়ে ট্রল করার আগে
একবার ভেবে দেখবেন🙂
হয়তো আপনার ট্রল এর জন্য সে আত্মহত্যাও বেছে নিতে পারে💔
তাই প্লিজ কাউকে নিয়ে ট্রল করবেন না,,,যে যেমনই হোক।আগে আমরা কেমন সেটা ভাবেন।অন্যকে নিয়ে ট্রল করার আগে🙂
- আপনি যে অন্যে কে নিয়ে ট্রল করেন আগে নিজের দিকে তাকান কি যোগ্যতা আছে আপনার ওপুরে নিয়ে ট্রল করার ও এখন যেই অবস্থা আছে আপনারা যারা ওরে নিয়ে ট্রল করেন আপনাদের ওই জাইগা যেতে হোলে আবার জন্মা নিতে হবে 😡😡
- সে আর ৮/১০ টা ছেলের মত বাপের টাকাই এইসব করতেছেনা ( যা করার নিজের টাকাই করতেছে) তাই ওকে কিছু বলার ওদিকার আপনার নাই 😪😪
No comments