আবার বাড়লো সাধারণ ছুটি ৬ আগস্ট পর্যন্ত।
বিস্তারিত প্রতিবেদনেঃ
করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল অফিস আদালত গত ১৭ মার্চ এর পর থেকে বন্ধ রয়েছে। ভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে স্কুল-কলেজের ছুটির ৬ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (১৫ জুন) প্রেস মিটিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।
তিনি জানান, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান চলমান ছুটি আগামী ৬ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
করোনা পরিস্থিতি সাভাবিক না হলে কোনো ভাবেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হবে না বলে কিছু দিন আগেই জানিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক।
তার বক্তব্যটি শুনতে নিচের ভিডিওটি দেখুন।
এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্ত রবীন্দ্রনাথ রায় জানিয়েছেন, সব ধরণের প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন ৬ আগস্ট পযর্ন্ত থাকবে। |
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে কর্তাব্যক্তিরা আজ পারস্পরিক আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নিয়েছেন।
গত ১৭ মার্চ থেকে করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে শিক্ষার্থীদের রক্ষায় সব স্কুল-কলেজ-মাদরাসায়, বিশ্ববিদ্যালয় এবং কারিগরি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একই সাথে বন্ধ রয়েছে সব কোচিং সেন্টার।
আমাদের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
THANKS
ReplyDeleteNyc
ReplyDeletegood
ReplyDelete