করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বাংলাদেশি ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। কভিট-১৯
বাংলাদেশের এক অন্যতম ক্রিকেট তারকা ও বর্তমান বাংলাদেশ সংসদ সদস্য এখন করোনা ভাইরাসের সংক্রমণে। গত ১৯ জুন তথ্যটি নিশ্চিত জানা গেছে বাংলাদেশের বিভিন্ন সুত্র মাধ্যমে। যদিও জ্বর এবং শরীরে ব্যথা ছাড়া আর কোনও গুরুতর উপসর্গ নেই বলেই জানা গিয়েছে। ঢাকাতেই টেস্ট করানো হয়েছিল তাঁর। আপাতত সেখানেই আইসোলেশনে রয়েছেন।
নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্তজা বাংলাদেশি ক্রিকেটারের শরীরে মিলল করোনাভাইরাসের উপস্থিতি। কিছুদিন আগে তার শাশুড়িরও করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছিল। গত বৃহস্পতিবার থেকে হালকা জ্বর আসে মাশরাফির। আর তারপরই শুরু হয় গা-হাত-পায়ে ব্যথা। তাই নিজেকে করোনা ভাইরাসের হাত থেকে বাচাতে শুক্রবারই করোনা টেস্ট করালে শনিবার রিপোর্ট পজিটিভ আসে বাংলাদেশ ক্রিকেট তারকা ও নড়াইল-২ আসনের সাংসদ সদস্য মাশরাফি বিন মোর্তাজার।
গত ১৫ জুন মাশরাফির শাশুড়ি হোসনে আরা এবং তার সালি রিপার কন্যা আগেই করোনা আক্রান্ত হয়েছেন সেই খবর এসেছিল। বর্তমানে তাঁরা ঢাকায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন। আর হতাত বৃহস্পতিবার রাতে মাশরাফির জর আসলে শুক্রবারই তাঁর করোনা টেস্টের জন্য নমুনা পাঠান ঢাকায় । শনিবার রিপোর্ট আসলে দেখা যায় মাসরাফি বিন মর্তুজা করোনা পজিটিভ। পরিবারের সবাই ভালো আছে। আর কোনও গুরুতর উপসর্গ দেখা যায়নি মাশরাফির শরীরে।
ঢাকাতে করোনা ভাইরাসের জন্য মাসরাফি বিন মর্তুজার ব্লাড নিয়ে যাওয়া হয় ১৮ জুন বৃহস্পতিবার আর পরিক্ষা করে ১৯ জুন শুক্রবারে বিকালে রেজাল্ট আসে করোনা ভাইরাস পজিটিভ। আর তারপর থেকেই সেখানে আইসোলসনে রাখা হয় ঢাকাতেই।
এ দিকে বাংলাদেশ ক্রিকেটার নাফিস ইকবালও করোনাভাইরাসে আক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় শুক্রবার রাত থেকেই নাফিস ইকবালের করোনায় আক্রান্ত হওয়া খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালের দাদা নাফিস শনিবার সংবাদমাধ্যমের কাছে নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছেন।
মাশরাফিসহ বাংলাদেশে এখন পর্যন্ত ১৪ জন সাংসদ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
Bangladeshi Cricketer Mashrafe Bin Mortuza has Attackted the corona virus. Covit-19
A few days ago, Mashrafe's mother-in-law also tested positive for coronavirus. Mashrafe has been suffering from fever since last Thursday, June 18, 2020. Pain in body, hands and feet since then. The Bangladeshi cricket star and Bangladesh MP took the corona test on Friday, June 19, 2020. His report came positive on Saturday afternoon.
One of the cricket stars of Bangladesh and the current Bangladesh MP is now infected with the corona virus. On June 19, the information was confirmed through various sources in Bangladesh. Although there are no serious symptoms other than fever and body aches. He was tested in Dhaka. He is currently in isolation there.
He is not just a cricketer! He is a people's representative of Narail-2 constituency of Bangladesh. Mashrafe bin Mortuza who himself fought to save those infected with the corona virus. Mashrafe was directly supervising everything on the ground whether the treatment at the hospital was going well or not. Eventually, he himself fell victim to the epidemic virus.
Narail-2 MP Mashrafe bin Mortaza found coronavirus in the body of Bangladeshi cricketer. A few days ago, her mother-in-law also tested positive for coronavirus. Mashrafe has been suffering from mild fever since last Thursday. And then the body-hand-leg pain starts. That is why Bangladesh cricket star and Narail-2 MP Mashrafe bin Mortaza tested positive for corona on Friday to protect himself from the corona virus.
On June 15, it was reported that Mashrafe's mother-in-law Hosne Ara and his Sally Ripper's daughter had already contracted corona. They are currently undergoing treatment at Ibn Sina Hospital in Dhaka. On Thursday night, Mashrafe sent samples to Dhaka for his Corona Test. Saturday's report actually showed Masrafi bin Mortuza Corona positive. Everyone in the family is fine. No serious symptoms were seen on Mashrafe's body.
The blood of Masrafi bin Mortuza was taken to Dhaka for corona virus on Thursday 16th June and after testing on Friday afternoon 19th June the result was corona virus positive. And since then it has been kept in isolation in Dhaka.
Meanwhile, Bangladesh cricketer Nafis Iqbal is also infected with coronavirus. News of Nafis Iqbal's coronation spread quickly on social media since Friday night. Nafis, the grandfather of Bangladesh ODI captain Tamim Iqbal, told the media on Saturday that he had contracted the corona himself.
So far, 14 MPs, including Mashrafe, have been infected with the corona virus in Bangladesh.
so sad
ReplyDeletegood
ReplyDelete